পুলিশ ধরার পর নিজেকে জামায়াত কর্মী বললেন কৃষকলীগ নেতা

গ্রেফতার এড়াতে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মুন্সী নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন পুলিশের কাছে। কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি তার।

সোমবার (৫ মে) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে নান্দাইল মডেল থানা পুলিশ। 

গ্রেফতার আবুল কাসেম মুন্সী নান্দাইল পৌর কৃষকলীগের সভাপতি। তিনি সংগঠনের উপজেলা কমিটিরও সদস্য ছিলেন। পৌরসভার চন্ডিপাশায় তার বাড়ি। 
রবিবার (৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ। এরপর থেকে গ্রেফতার এড়াতে তিনি নিজেকে জামায়াতের কর্মী হিসেবে পুলিশের কাছে পরিচয় দেন। পাঁচ মাস আগে জামায়াতে ইসলামে যোগদান করেছেন বলেও পুলিশকে জানান আবুল কাসেম।

নান্দাইল উপজেলার জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করে কৃষকলীগ নেতার এমন দাবি মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ।

উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন জানান, কৃষকলীগ নেতা আবুল কাশেম গ্রেফতার এড়াতে মিথ্যার আশ্রয় নিয়েছেন। আবুল কাসেম তাদের দলের কর্মী নন। তার জামায়াতে যোগদানের খবরটি সম্পূর্ণ ভুয়া।

নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, কৃষকলীগ নেতার পরিচয় আড়াল করার জন্য আবুল কাসেম মিথ্যার আশ্রয় জামাতে ইসলামের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *