পতেঙ্গার লালদিয়ায় এপিএম টার্মিনালস ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘পতেঙ্গার লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত টার্মিনালে নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম টার্মিনালস ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে।’

বৃহস্পতিবার (৮ মে) সকালে পতেঙ্গা লালদিয়া টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে বে টার্মিনালে আসেন তিনি। এরপর বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় আশিক চৌধুরী বলেন, ‘আমার প্রথম কাজ হচ্ছে বিনিয়োগ আর হচ্ছে চাকরির সুযোগ সৃষ্টি। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশের বয়স ২৫ বছরের নিচে। পৃথিবীর আর কোনও দেশে এটি নেই।’

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিশ্বের অন্যতম বন্দর অপারেটর এপিএমের সঙ্গে আমার কথা হয়েছে। এটি একটি গ্রিন পোর্ট হবে বলে প্রাথমিকভাবে কথা হয়েছে। এই গ্রিন পোর্টটা করতে তাদের ৮০০ মিলিয়ন ডলারের মতো লাগবে। এই পুরাটাই এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার এক টাকাও দিচ্ছে না এবং পুরোটাই তারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিসেবে আনবে।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুর ও আমরা একই সময়ে স্বাধীন হয়েছি। স্বাধীন হয়ে তারা আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্তরে চলে গেছে এবং এর পেছনে তাদের বন্দরের অবদান সবচেয়ে বেশি। তারা তো একটা ট্রেডিং হাবে পরিণত হয়েছে।

‘বে টার্মিনালে ২৫ হাজার লোকের যদি কর্মসংস্থান হয়, তাদের সঙ্গে থাকবে ২৫ হাজার পরিবার। তার মানে এক লাখ লোক এ এলাকায় এসে থাকা শুরু করবে, এই এলাকায় কাজ করবে। তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের যাতায়াতের ব্যবস্থা এবং তাদের শিক্ষা– এই পুরো এই পরিকল্পনাটাও আমাদের সার্বিকভাবে করা উচিত।’ 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।


%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *