নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাত সোয়া ১১টায় মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি অংশে এ আগুন ধরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান।
স্থানীয়রা জানান, একটি ঝুটবোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি ছিদরত আলী স্কুল সংলগ্নে পৌঁছানো মাত্রই আগুন লেগে যায়। পরবর্তীতে ট্রাকে লাগা আগুনের একটি ঝুট ক্ষতিগ্রস্ত ট্রাকটির পেছনে থাকা অন্য আরেকটি মাইক্রোবাসে লেগে যায়। এতে মাইক্রোবাসটিরও একপাশ পুড়ে যায়।
পরে নিজের আত্মরক্ষার্থে ট্রাকের চালক সড়কের পাশের একটি খালি গাড়ি নামিয়ে দেন।
এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, একটি ঝুটবোঝাই ট্রাকে হঠাৎ কীভাবে আগুন লেগে যায় তা কেউ বলতে পারেনি। ট্রাকটির চালককে আহত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95
Leave a Reply