দাবি আদায়ে অনড় জবি শিক্ষার্থীরা, কাকরাইল মোড়ে বিক্ষোভ

আবাসনসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মসজিদ মোড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টিয়ারশেল, লাঠিপেটা ও বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা দাবি আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা শিক্ষার্থীদের। আন্দোলনে তাদের সঙ্গে রয়েছেন শিক্ষকরাও।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা বুধবার (১৪) রাত ৮টার দিকে কাকরাইল মসজিদ মোড় ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন।

এর আগে বুধবার দুপুরে শিক্ষার্থীদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল হামলায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসা নিয়েছেন।

বুধবার (১৪ মে) দুপুরে আহত হয়ে তারা আহত ঢামেকে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, আকিব (২১), আরিফ (২২), রেদোওয়ান (২৪), আসিফ (২০), রহমান (২২), রফিক (২৫), শফিক (২৫), ওমর ফারুক(২৪), অর্থিব (২১), আপেল (২১), মুজাহিদ (২৩), রায়হান (২৩), ফারুক(২৩), আবু বক্কর (২২), নিউটন (২০), হানিফ (২২), জীবন (২২), শহীদ(২০), রাসেল (২২), জিসান(২২), জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্ট এর মাহাতাব লিমন (২৩), শহীদ (২৪), মোহন(২২), সোহানুর রহমান সানি(২৪), মাছুমা (২০), সংগ্রাম (২০), বাইতুল (২২), রাজু (২২), রাসেল (২৩), গৌরব (২৫), আব্দুল মান্নান (২২), নাহিদ (২৩), জুয়েল (২৩), সুমন (২২), বাংলা ট্রিবিউনের জবি প্রেসক্লাব সভাপতি আসাইফ আশরাফ (২৬), রাজীব (২২), আকাশ (২২) এবং দৈনিক সংবাদের মেহেদী হাসান (২৪)।

আহতরা বলেন, জবি থেকে মিছিলটি নিয়ে কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হই। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ওপর। এতে তাদের প্রায় অর্ধশত আহত হয়।

বাংলাদেশ জার্নাল/এমবিএস


%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *