নতুন করে চীনা আকাশসেবা সংস্থা জিয়ামিনএয়ারের জন্য তৈরি একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে—বাণিজ্যযুদ্ধের চলমান টানাপোড়েনেই এমন ঘটনা। শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যা ৬টা ১১ মিনিটে সিয়াটলের বোয়িং অবতরণকেন্দ্রে পৌঁছায় উড়োজাহাজটি, যার গায়ে এখনো জিয়ামিনএয়ারের নাম ও লোগো স্পষ্ট।
রয়টার্স জানায়, প্রায় ৮ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেরার পথে এটি গুয়াম ও হাওয়াইয়ে জ্বালানি নেয়। চীনের ঝৌশান কেন্দ্র থেকে ডেলিভারির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি বোয়িং ৭৩৭ ম্যাক্সের মধ্যে এটি একটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও উত্তেজনা বাড়ায় এই উড়োজাহাজ ফেরত আনতে হয়েছে।
এই মাসেই ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন, আর এর পাল্টা জবাবে চীন ১২৫ শতাংশ শুল্ক বসায় মার্কিন পণ্যের ওপর। বিমান পরিবহন বিশেষজ্ঞদের মতে, ৭৩৭ ম্যাক্স মডেলের একেকটি উড়োজাহাজের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার—যার ওপর এই হারে শুল্ক আরোপ চীনা কোম্পানিগুলোর জন্য কার্যত অচলাবস্থার সৃষ্টি করতে পারে।
বোয়িং বা জিয়ামিনএয়ার কেউই এখনো এই ফেরত আনার সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট করেনি। আকাশযান শিল্প দীর্ঘদিন শুল্কমুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা এতে বড় ধাক্কা দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা এবং এর জটিলতা ভবিষ্যতে উড়োজাহাজ সরবরাহ চেইন পুরোপুরি থমকে দিতে পারে। ফলে অনেক কোম্পানি আপাতত নতুন উড়োজাহাজ সংগ্রহ স্থগিত রেখেছে।
বাংলাদেশ জার্নাল/এজেএইচ
%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87
Leave a Reply