যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টির কারণে গুয়াডালুপ নদীর পানি বেড়ে এই বন্যা হয়। বন্যার পানিতে কের কাউন্টির নদী তীরবর্তী সামার ক্যাম্প ‘মিস্টিক’ প্লাবিত হয়। এতে ক্যাম্পে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ২৭ জন মেয়ে ও তাদের একজন মেন্টর মারা গেছেন। এ ছাড়া আরো ১০ জন ক্যাম্পার ও একজন মেন্টর নিখোঁজ রয়েছেন।
সোমবার এক বিবৃতিতে ক্যাম্প মিস্টিক বলেছে, “এই অকল্পনীয় ট্র্যাজেডিতে পরিবারগুলোর পাশাপাশি আমাদের হৃদয় ভেঙে গেছে।”
অস্টিন আমেরিকান-স্টেটসম্যানের প্রতিবেদন অনুসারে, ক্যাম্প মিস্টিকের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ৭০ বছর বয়সী রিচার্ড ইস্টল্যান্ড শিশুদের বাঁচাতে গিয়ে মারা গেছেন।
স্থানীয় যাজক ডেল ওয়ে বিবিসিকে বলেন, “পুরো সম্প্রদায় তাকে (রিচার্জ ইস্টল্যান্ড) মিস করবে। তিনি একজন বীর হিসেবে মারা গেছেন।”
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানে কমপক্ষে ৮৪ জনের প্রাণ গেছে, যার মধ্যে ২৮ জনই শিশু। প্লাবিত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া ত্রাভিস, বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।
কের কাউন্টির বন্যাকে বড় ধরনের বিপর্যয় বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন তিনি।
বন্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে। এছাড়া বিপর্যয়ের চার দিন পার হওয়ায় নিখোঁজদের কাউকে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যাও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8
Leave a Reply