জবি ইসলামিক স্টাডিজ বিভাগে বর্তমান-সাবেকদের মিলনমেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ পুনর্মিলনীর উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেন। 

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক কে এ এম রিফাত হোসেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ, অ্যালামনাই প্রতিনিধি ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের শাহীন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, জাতীয় সংগীত পরিবেশন, ‘স্পন্দন’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন এবং কার্যনির্বাহী কমিটি গঠন অন্যতম।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বরাবরই অধিকার আদায়ে সোচ্চার। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ২০২৪ সালের জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমাদের সর্বশেষ আন্দোলনও সফলভাবে সমাপ্ত হয়েছে। অ্যালামনাইরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছে, তারা ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবে।”


%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *