গাজা সংকট নিয়ে আলোচনা চলছে, আগামী সপ্তাহে অগ্রগতি আশা করছেন ট্রাম্প

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও সংকট নিরসন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, দোহায় যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি থেমে থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। খবর: এএফপি।

রোববার (১৩ জুলাই) একদল সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গাজা ইস্যু নিয়ে আলোচনা চলছে এবং আমি আশাবাদী, আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি গুছিয়ে নিতে পারব।” তিনি চলতি মাসের ৪ জুলাই দেওয়া নিজের আগের বক্তব্যের কথাও পুনরুল্লেখ করেন, যেখানে তিনি গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন।

এদিকে, ট্রাম্প আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস ও রানী ক্যামিলা তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

এর আগেও ২০১৯ সালে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য গিয়েছিলেন। সে সময় তাকে স্বাগত জানিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা চার্লসের আমন্ত্রণ পাওয়ার পর ট্রাম্প একে “অসাধারণ সম্মান” বলে আখ্যায়িত করেন।

এদিকে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৮ হাজারেরও বেশি মানুষ, যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।


বাংলাদেশ জার্নাল/ওএফ


%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%b2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *