খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির ওপর হামলাকারী সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে প্রধান করে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া হামলাকারীর নামে ফৌজদারি মামলা দায়ের এবং ক্যাম্পাসে তার প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে উপাচার্য বলেন, ‘ওই শিক্ষার্থীর সনদ ও ছাত্রত্ব সাময়িক স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানা গেছে, শুক্রবার রাতে গাছের আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক হাসান মাহমুদ সাকিকে মারধর করেন সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমান। এতে শিক্ষক অজ্ঞান হয়ে পড়লে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।
%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95
Leave a Reply