খাগড়াছড়িতে প্রশিক্ষণরত এএসআইয়ের মৃত্যু


খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২ জুলাই ২০২৫  

খাগড়াছড়িতে প্রশিক্ষণরত এএসআইয়ের মৃত্যু


খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে মোতালেব হোসেন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। বুধবার (২ জুলাই) সকালে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারে ঘটনাটি ঘটে। 

খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ডডেন্ট ডিআইজি পরিতোষ ঘোষ এতথ্য জানান। 

মোতালেব হোসেন ময়মনসিংহের জেলায় শিল্প পুলিশে কর্মরত ছিলেন। ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে তিনি খাগড়াছড়ি যান। মোতালেব হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এসএলসি’র ট্রেনিং চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক মোতালেব হোসেনকে

মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ডডেন্ট ডিআইজি পরিতোষ ঘোষ জানান, সকালে এসএলসি’র ট্রেনিং চলাকালে এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সব

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/রূপায়ন/মাসুদ


%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *