কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে।
শনিবার উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়। এ ঘটনার পর কাই জি অ্যাডাম লো নামের ভ্যাঙ্কুভারের এক বাসিন্দাকে আটক করে পুলিশ।
৩০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
কাই জি অ্যাডাম লো’র বিরুদ্ধে যে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেটি সেকেন্ড ডিগ্রি। পূর্বপরিকল্পনা ছাড়া হত্যাকাণ্ডের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ আনা হয়ে থাকে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে ওই ঘটনার পেছনে উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।
বাংলাদেশ জার্নাল/ওএফ
%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b9
Leave a Reply