এনআরবিসি ব্যাংকের নতুন এমডি ড. তৌহিদ

প্রকাশিত: ১৫:২৩, ৬ মে ২০২৫  

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি ড. তৌহিদ

নআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।


দেশের বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ড. মো. তৌহিদুল আলম খান যোগ দিয়েছেন। 

এর আগে ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও ছিলেন তিনি। ব্যাংকপাড়ায় ড. তৌহিদ নামে সমধিক পরিচিত তিনি।

মঙ্গলবার (৬ মে) এনআরবিসি ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ড. তৌহিদের নিয়োগের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

দেশের ব্যাংকিং খাতে ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ড. তৌহিদের। তিনি ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়ায় বিভিন্ন পদে ছিলেন। 

বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিন্ডিকেশন ফাইন্যান্সিংয়ের লিড অ্যারেঞ্জার হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ড. তৌহিদের বড় ধরনের ভূমিকা রয়েছে।

নটরডেম থেকে এইচএসসি পাস করে তৌহিদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন ফেলো তিনি। 

ব্যাংকিং সেক্টরে জিআরআই পদ্ধতিতে টেকসই ঋণ ঝুঁকির ওপর গবেষণা করেন ড. তৌহিদ আলম। এই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ড. তৌহিদ বাংলাদেশের প্রথম সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাসিউরার (সিএসআরএ) হিসেবে স্বীকৃত। শিক্ষা ও গবেষণামূলক অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতি ও টেকসই উন্নয়ন কর্মসূচিতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ঢাকা/এনএফ/রাসেল


%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%8f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *