ঈদের রাতে আগুনে পুড়ল ব্যবসায়ীর প্রাইভেটকার


নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৮ জুন ২০২৫  
আপডেট: ২৩:০১, ৮ জুন ২০২৫

ঈদের রাতে আগুনে পুড়ল ব্যবসায়ীর প্রাইভেটকার


নড়াইলের লোহাগড়ায় মাহমুদ আলী নামের এক ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারটি পুরোপুরি পুড়ে গেছে।

শনিবার (৭ জুন) ঈদের রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহমুদ আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ হাফিজার আলীর ছেলে।

মাহমুদ আলী বলেন, ‘‘ঈদের রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারটি প্রতিবেশী কামরুল ইসলামের বাড়ির পাশে পার্কিং করে রেখে কাভার দিয়ে ঢেকে রাখি। রাত সাড়ে ৩টার দিকে খবর পাই প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। ৯৯৯-এ কল দিলে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’’

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগেই প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে।’’

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শরিফুল/রাজীব


%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af