ইতিহাস গড়তে ব্যর্থ টাইগাররা, বড় হারে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার

১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ। স্ট্যাটাস পাওয়ার তিন দশকের কাছাকাছি থাকলেও এখনও শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার লঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের খরা কাটানোর সুযোগ পেয়েছিল টাইগাররা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত-মিরাজরা। বিপরীতে ঘরের মাঠে দাপট দেখিয়ে টেস্টর পর ওয়ানডে সিরিজও ঘরে তুললো শ্রীলঙ্কা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৯ রানে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। ২৮৫ রানের জবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে টাইগাররা।

মঙ্গলবার পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। শুরুতেই মাদুশকা এক রানে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কা ৩৫ রানে আউট হন তানভীর ইসলামের বলে। এরপর কামিন্দু মেন্ডিসও টিকতে পারেননি বেশি সময়। তাকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ।

একপর্যায়ে ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ। ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস, যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতক। তিনি করেন ১১৪ বলে ১২৪ রান। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান।

শেষদিকে অবশ্য বাংলাদেশের বোলাররা ফের ম্যাচে ফিরে আসেন। কুশল ও আসালাঙ্কাকে ফেরানোর পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি লঙ্কানরা। লিয়ানাগে ১২ রান, ভেল্লালাগে ৬ রানে দ্রুত বিদায় নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ রান ও চামিরা ১০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।

জবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে করেন ইমন ও মিরাজ। এ ছাড়া জাকের আলী ২৭, তানজীদ হাসান ১৭ ও শামীম হোসেন ১২ রান করেছেন।

বাংলাদেশ জার্নাল/এমবিএস


%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *