পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ জুন ঈদ ধরে নিয়ে আজ (২৬ মে) বিক্রি শুরু হয়েছে ৫ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে জানিয়েছে, এবার ঈদযাত্রায় শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
সোমবার (২৬ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে।
ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া বিশেষ পরিকল্পনায় এই তথ্য জানানো হয়েছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের টিকিট নির্ধারিত সময়ে অনলাইনে বিক্রি করা হচ্ছে:
৩১ মে’র টিকিট – বিক্রি: ২১ মে
১ জুন – ২২ মে
২ জুন – ২৩ মে
৩ জুন – ২৪ মে
৫ জুন – ২৬ মে (আজ)
৬ জুন – ২৭ মে
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf
Leave a Reply