রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ও পরমাণু শক্তি কমিশনের মাঝামাঝি সড়ক থেকে ককটেল সদৃশ একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিসপোজাল ইউনিট) বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
এর আগে রাত ৯টা ৩০ মিনিটে সংবাদ পেয়ে সড়কের মাঝখানে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।
ওসি জানান, এরপর বিষয়টি যাচাই করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে তারা ককটেল সদৃশ বোমা হিসেবে শনাক্ত করে নিষ্ক্রিয় করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ধোঁয়া দেখা দেয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দু-একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
একই দিনে রাজধানীর আরও দুটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রমনা থানার ডিডিটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, দুপুরে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে এবং বিকালে মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসআই জাহিদুল ইসলাম আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।
এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।
%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6-%e0%a6%ac
Leave a Reply