সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন ঠিকই। কিন্তু রাঙাতে পারলেন না নিজের প্রত্যাবর্তন।
ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের পর বোলিংয়েও সাকিব ছিলেন উইকেটশূণ্য। আট বছর পর সাকিব ফিরেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। নতুন দলের জার্সিতে সাকিব বিবর্ণ থাকলেও জিতেছে তার দল।
পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে সাকিবের দল লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে প্লে-অফ খেলা।
রাওয়ালপিন্ডিতে প্রথমে ধূলিঝড় ও পরে বজ্র বৃষ্টিতে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি। সময় নষ্ট হওয়ায় ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে লাহোর ৮ উইকেটে ১৪৯ রান তোলে। জবাব দিতে নেমে ১২৩ রানের বেশি করতে পারেনি পেশোয়ার।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব সাতে নেমেছিলেন ব্যাটিংয়ে। ওভার বাকি ছিল কেবল ২। টি-টোয়েন্টি ক্রিকেটে এতো নিচে ব্যাটিংয়ের অভ্যাস খুব একটা নেই। লম্বা সময় পর মাঠে ফিরে ক্রিজে সময় কাটাতে পারলে ভালো হতো সাকিবের।
কিন্তু দলের প্রয়োজনে সেই সুযোগ ছিল না তার। তাই প্রথম বল থেকেই সাকিব ছিলেন আক্রমণাত্মক। পেসার দানিয়েলের লেগ স্টাম্পের বাইরের বল উইকেট থেকে সরে উড়াতে চেয়েছিলেন। টাইমিং মেলেনি। বল ওয়াইড হয়।
পরের বলে একই চেষ্টা সাকিবের। এবার পেসার বলের গতি কমিয়ে এনেছিলেন। তা বুঝতে পারেননি সাকিব। আগে ব্যাট চালিয়ে বল মিস করে সাকিব বোল্ড হন চোখের পলকে। ড্রেসিংরুমের লম্বা ওয়াক তাকে দিতে হয় প্রথম বলেই।
সাকিব বোলিংয়ে আসেন ইনিংসের পঞ্চম ওভারে। পাওয়ার প্লে’র শেষ ওভার। পেশোয়ারের সামনে বড় সুযোগ ছিল রান বড় করার। কিন্তু আগের ৪ ওভারে ৩৫ রান তোলা পেশোয়ার সাকিবের সেই ওভারে নিতে পারে মাত্র ৫ রান। তাতে বোলিংয়ের শুরুটা দারুণ হয়েছিল বাঁহাতি স্পিনারের।
এরপর সাকিব যখন বোলিংয়ে ফেরেন ততক্ষণে পেশোয়ার ম্যাচ থেকে ছিটকে যায়। ৭ উইকেটে তাদের রান ৭১। নিজের দ্বিতীয় ওভারে সাকিব দুই ছক্কা হজমের পরও ১৩ রানের বেশি দেননি। সব মিলিয়ে ২ ওভারে সাকিব ১৮ রান খরচ করেন। বোলিং অ্যাকশন শুধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরে শুরুটা অবশ্য একেবারেই খারাপ হয়নি তার।
সাকিবের জন্য দিনটি স্মরণীয় না হলেও লাহোরের মুখে হাসি ফুটেছে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে প্লে অফে উঠেছে তারা। ২২ মে এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর।
%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b
Leave a Reply