বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

চলতি বছর জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব। এই বাছাইপর্বে ৫ জুন চিলি এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসিবাহিনী। এই দুটি ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা দলে ফিরেছেন দুই তরুণ ফুটবলার- আলেহান্দ্রো গারনাচো ও ভালেন্টিন বারকো। তালিকায় আরও জায়গা পেয়েছেন বিদেশি লিগে খেলা ফুটবলারও। যারা হলেন- ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ, নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডমিনগেজ এবং লাজিও ফরোয়ার্ড ভালেন্তিন ক্যাস্টেলানোস। তবে নজর কাড়লেও স্কোয়াডে জায়গা হয়নি বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো ও বেনহামিন ডমিনগেজের।

ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ডিফেন্ডার গনজালো মন্তিয়েল এবং পাওলো দিবালা। একনজরে দেখে নিন দুই দলের একাদশ-

আর্জেন্টিনা স্কোয়াড: জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, অল্টার বেনিটেজ, নাহুয়েল মলিনা, জন ফয়েতে, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, ফাকোন্দো মেডিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এক্সেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলভাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন ক্যাস্টেলানস, আলেসান্দ্রো গার্নাচো, নিকোয়ালস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, অ্যঞ্জেল কোরেরা।

বাংলাদেশ জার্নাল/এমবিএস


%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *