প্রকাশিত: ২১:১২, ১৪ মে ২০২৫

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ৫টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের ৫টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। আগামী ২২ মে থেকে এটি কার্যকর হবে।
বুধবার (১৪ মে) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো-বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, আইটি কনসালটেন্টস পিএলসি, সেনা ইন্সুরেন্স পিএলসি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
অন্যদিকে, বাদ যাওয়া কোম্পানিগুলো হলো-আমরা নেটওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।
সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট মূলধনের ৩১.৪৬ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৩৭.১৯ শতাংশ।
ঢাকা/এনটি/এসবি
%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87-%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%ae
Leave a Reply