শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

প্রকাশিত: ১২:১৫, ৪ মে ২০২৫  
আপডেট: ১২:১৯, ৪ মে ২০২৫

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

মনির হোসেন


রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং। কিন্তু শুটিং সেটেই নেমে এসেছে শোকের ছায়া। কারণ শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।

রাজশাহী নগরীর হাইটেক পার্কে নির্মিত সেটেই ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। গতকাল বিকালে সেখানেই অসুস্থ হয়ে পড়েন মনির। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি।

এ পরিচালক বলেন, “মনির ভাই দুপুরের দিকে শট দিয়েছেন। এরপরও সুস্থ ছিলেন, আমাদের সঙ্গেই গল্প করছিলেন। হঠাৎ তার শরীর খারাপ লাগে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান, তিনি আর নেই।”

শুটিং সেটের কলাকুশলীরা জানান, মনির শুটিংয়ের সময় নিজের অসুস্থতার কথা কাউকে বুঝতে দেননি। এ বিষয়ে পরিচালক বলেন, “সকালের দিকেই হয়তো স্ট্রোক করেছিলেন, কিন্তু কাউকে কিছু বলেননি।”

মনির হোসেন ছিলেন বাংলা সিনেমার পরিচিত স্টান্টম্যানদের একজন। দীর্ঘ কয়েক বছর ধরে সিনেমায় দুঃসাহসিক দৃশ্যগুলোতে নীরবে কাজ করে গেছেন। পর্দার পেছনে থেকে নায়ক-নায়িকাদের রক্ষা করে ঝুঁকিপূর্ণ সব দৃশ্য নিঃশব্দে করে গিয়েছেন।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার প্রিয় মুখ সাবিলা নূর।

ঢাকা/রাহাত/শান্ত


%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *