নিজেকে পোপ হিসেবে চিত্রিত করে ছবি পোস্ট করলেন ট্রাম্প

প্রকাশিত: ২২:৫৭, ৩ মে ২০২৫  
আপডেট: ২২:৫৮, ৩ মে ২০২৫

নিজেকে পোপ হিসেবে চিত্রিত করে ছবি পোস্ট করলেন ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে ট্রাম্প নিজেকে পোপ হিসেবে চিত্রিত করেছেন তিনি।

গত সপ্তাহে ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। চলতি সপ্তাহে ১৪০ কোটিন জনসংখ্যার ক্যাথলিক চার্চের নতুন নেতা নির্বাচনের জন্য কার্ডিনালদের সমাবেশের আগে ট্রাম্প এ ছবি পোস্ট করলেন।

শুক্রবার গভীর রাতে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি পোস্ট করে ট্রাম্প রসিকতা করে বলেছেন, ‘তিনি পোপ হতে চান।’

ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখহীন ট্রাম্প একটি অলংকৃত চেয়ারে বসে আছেন, সাদা পোপের পোশাক এবং মাথায় পাগড়ি পরে আছেন এবং তিনি ডান হাতের তর্জনী উঁচু করে রেখেছেন।

এই অসম্মানজনক পোস্টটি এক্স-এ তাৎক্ষণিকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষোভ প্রকাশকারীদের মধ্যে রিপাবলিকানরাও রয়েছেন।

তারা ট্রাম্পের এই কাণ্ডকে ‘ক্যাথলিকদের প্রতি স্পষ্ট অপমান এবং তাদের বিশ্বাসের প্রতি উপহাস’ বলে অভিহিত করেছেন।

ঢাকা/শাহেদ


%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *