পিছিয়ে পড়ে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে লড়াই করার চেষ্টা করলো পুলিশ এফসি। একপর্যায়ে সমতাও ফেরালো। কিন্তু সাদা কালোরা ছিল দুর্বার। প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে ৩-১ গোলে পুলিশ এফসিকে হারিয়ে মোহামেডান শীর্ষেই রইলো। দারুণ জয়ে লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেলো আলফাজ আহমেদের দল ।
শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই জয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট মোহামেডানের। টানা চার ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া পুলিশ এফসি ১৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
প্রথম পর্বের দেখায় একই ব্যবধানে জিতেছিল সাদাকালো জার্সিধারীরা।
আজ শুরু থেকে দুই দল খেলতে থাকে সাবধানী ফুটবল। ২৫ মিনিটে জাহিদ হাসান শান্তর আড়াআড়ি ক্রস ঝাঁপিয়ে এক হাতের ফিস্টে ক্লিয়ার করেন পুলিশ এফসি গোলকিপার তুষার।
পাঁচ মিনিট পর বক্সের ঠিক উপরে দীপক রায়কে পেছন থেকে ফাউল করেন শান্ত; কুরবানবায়েভের। ফ্রি কিক পোস্ট ঘেঁষে বাইরের জাল কাঁপালে এগিয়ে যাওয়া হয়নি পুলিশ এফসির।
৩৪ মিনিটে মোজাফ্ফরভের কর্নারে আরিফ হোসেনের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে গেলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।
বিরতির পর বক্সে ভালো জায়গায় বল পেয়েও দুর্বল শটে ইমানুয়েল সানডে তুলে দেন তুষারের গ্লাভসে। অবশ্য ৫২ মিনিটেই গোলের অপেক্ষা ফুরায় মোহামেডানের। মেহেদী হাসান মিঠুর ক্রসে দূরের পোস্টে থাকা সানডে অনেকটা লাফিয়ে হেডে বল জড়িয়ে দেন জালে।
৬৩ মিনিটে বক্সে দীপককে পেছন থেকে ফাউল করেন একটু আগেই মোহামেডানকে এগিয়ে দেওয়া গোলের কারিগর মেহেদী। পেনাল্টি কিকে পুলিশকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দানিলো কুইপা।
৭৪ মিনিটে ইমানুয়েলের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি সুলেমানে দিয়াবাতে। একটু পরই পুলিশের শেখ বাবলু বলের নিয়ন্ত্রণ নিলেও উড়িয়ে মেরে নষ্ট করেন ভালো সুযোগটি।
শেষ দিকে দুই গোল তুলে নেয় মোহামেডান। ৮৫ মিনিটে মিনহাজুর রাকিবের ফ্রি কিকে বক্সে দিয়াবাতে গোলমুখ থেকে দিয়াবাতে টোকা দেওয়ার আগ মুহূর্তে তাকে পেছন থেকে ফাউল করে বসেন দানিলো। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। বলের লাইনে ঝাঁপিয়েও মোজাফ্ফরভের জোরালো স্পট কিক আটকাতে পারেননি তুষার।
যোগ করা সময়ে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা সানডে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। এতেই ১১তম জয় নিশ্চিত হয়।
%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9
Leave a Reply