সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ছেড়ে দিচ্ছেন মাইক ওয়াল্টজ। গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ওয়াল্টজই প্রথম তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করে এসেছেন ওয়াল্টজ।

কিন্তু সরকারি কার্যকলাপ নিয়ে অনিরাপদ পদ্ধতিতে উর্ধ্বতন কর্মকর্তাদের যোগাযোগের অভিযোগকে কেন্দ্র করে ওয়াল্টজ তার মেয়াদে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুল করে একটি ম্যাসেজিং গ্রুপ চ্যাটে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করে ফেলেছিলেন। সেই গ্রুপে একজন সাংবাদিকও ছিলেন। ম্যাসেজিং সিগনাল গ্রুপ চ্যাটটি তৈরি করেছিলেন ওয়াল্টজ। তাতে অসাবধানতাবশত যুক্ত হয়ে গিয়েছিলেন ওই সাংবাদিক। পরে মেসেজিং গ্রুপে কর্মকর্তাদের বার্তা–আদান প্রদানকালে ইয়েমেন যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনা ঘটে।

বাংলাদেশ জার্নাল /এমআর


%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *