গত ১৫ বছরে সংঘটিত গুম, খুন, নির্যাতন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচারের দাবি এবং মৌলিক রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলন।
বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দুই দলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে বৈঠকে অংশ নেয় দুই পক্ষ।
বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, “বিচার, মৌলিক সংস্কার ও গণপরিষদ নির্বাচনের প্রশ্নে আমরা অনেক ক্ষেত্রেই একমত হয়েছি। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য, গঠনমূলক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা।”
আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ গঠনে করণীয় নিয়েও আলোচনা হয়েছে।
গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “আমরা আলোচনা শুরু করেছি এই বিশ্বাস থেকে যে, জনগণের গভীর আকাঙ্ক্ষা রয়েছে কাঠামোগত রাজনৈতিক সংস্কারের জন্য। সেই সংস্কারের উদ্দেশ্য হচ্ছে, ক্ষমতার কেন্দ্র যেন জনগণের হাতে ফিরে যায় এবং জনপ্রতিনিধিরা তাদের কাছে জবাবদিহির আওতায় থাকেন।”
তিনি আরও জানান, “বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার, সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা, বিচার বিভাগের স্বাধীনতা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও ক্ষমতার ভারসাম্যসহ নানা কাঠামোগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
বাংলাদেশ জার্নাল/এজেএইচ
%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d
Leave a Reply