সুন্দর সকালের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২৯ এপ্রিল ২০২৫  
আপডেট: ১০:০১, ২৯ এপ্রিল ২০২৫

সুন্দর সকালের অপেক্ষায় বাংলাদেশ


বোলিংয়ে দারুণ প্রত‌্যাবর্তনে জিম্বাবুয়েকে অল্পরানে আটকে রাখার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে প্রথমদিন শেষ করেছিল জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম ৬ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন। আজ শেষ উইকেটে জিম্বাবুয়ে কতদূর যায় সেটাই দেখার।

মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিন। বাংলাদেশ অপেক্ষায় একটি সুন্দর সকালের। জিম্বাবুয়েকে দ্রুত গুটিয়ে ব‌্যাটিংয়ে দারুণ শুরু করতে চায় বাংলাদেশ। এই ম‌্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। দলে ফিরেছেন এনামুল হক বিজয়। তার সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন সাদমান ইসলাম। দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। 

তাইজুল টেস্ট ক‌্যারিয়ারে ১৬তমবারের মতো ৫ উইকেট পেয়েছেন। তার সঙ্গে তাল মিলিয়ে দারুণ বোলিং করা নাঈম হাসান পেয়েছেন ২ উইকেট। মিরাজ উইকেট না পেলেও তার বোলিং ছিল আঁটসাঁট। তাতে জিম্বাবুয়েকে উড়তে দেয়নি বোলাররা।

শেষটা ভালো করতে পারলে নিশ্চিতভাবেই প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুযোগ পাবে বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন 


%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *