সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬১৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে একদিনে ১৬১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১০২১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৩ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১৬১৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এসময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

পুলিশ সদরদফতর জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জার্নাল/এনবি


%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *