সহস্রাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২২ এপ্রিল ২০২৫  
আপডেট: ০৯:২০, ২২ এপ্রিল ২০২৫

সহস্রাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক

মনসুরাদস্থ ট্রাফিক বিভাগের ডাম্পিং স্টেশনে রাখা অবৈধ ব্যাটারিচালিত রিকশা


চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম মহানগর পুলিশ। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশনায় নগরজুড়ে পরিচালিত এই বিশেষ অভিযানে দুই দিনে সহস্রাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করে ডাম্পিং করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা’র দাপটে অসহায় হয়ে উঠে নগরবাসী। বাহনটি বেপরোয়া কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে নগরের অলি-গলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে প্রতিদিন। এসব রিকশার কারণে একদিকে নগরীতে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অপরদিকে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী। 

নগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, এসব রিকশার চালকরা কোন নিয়ম কানুনের তোয়াক্কা করেন না। তাদের নেই কোন প্রশিক্ষণ, দ্রুত গতির ব্যাটারিচালিত রিকশায় নেই কার্যকর ব্রেকিং সিস্টেম। ফলে এসব রিকশা নগরীতে অহরহ দুর্ঘটনা ঘটাচ্ছে। 

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীর প্রধান সড়কে চলাচলকারী সকল অবৈধ রিকশা আটক করতে পুলিশ দুই দিন ধরে অভিযান অব্যাহত রেখেছে। এরমধ্যে অনেক ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়েছে। অভিযান চলমান আছে।” 

এদিকে নগরীর ডবলমুরিং থানার মনসুরাদস্থ ট্রাফিক বিভাগের ডাম্পিং স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে গত ২ দিনে সহস্রাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করে ডাম্পিং করা হয়েছে। প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি রিকশা আটক করে ডাম্পিং করা হচ্ছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। 

ঢাকা/রেজাউল/টিপু 


%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *