নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:১৩, ১৭ এপ্রিল ২০২৫

জব্বারের বলীখেলা
শত বছরের ঐতিহ্যের অংশ চট্টগ্রামের ঐতিহ্যসিক আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার)। এ উপলক্ষে চট্টগ্রামের লালদীঘির পাড় ঘিরে জমবে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। জব্বারের বলীখেলা আয়োজক কমিটির সদস্য শওকত আনোয়ার বাদল এই তথ্য নিশ্চিত করেছেন।
আয়োজক সূত্র জানায়, ইতিমধ্যে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। এবার লালদীঘির মাঠে বলীখেলার ১১৬তম আসর বসবে ২৫ এপ্রিল। এ উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।
মেলার আয়োজন ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচলে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে স্টল বসানো যাবে না। স্টল বা দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি (কোতোয়ালি) মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ।
১৯০৯ সাল থেকে চট্টগ্রামের লালদীঘির ময়দানে জব্বারের বলীখেলা আয়োজন হয়ে আসছে। ১১৫ বছর আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালের ১২ বৈশাখ এ কুস্তিখেলা শুরু করেন। তার উদ্দেশ্য ছিল এ অঞ্চলের তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করা। সেই থেকে আজও ১২ বৈশাখ লালদীঘি মাঠে আয়োজিত হয় সাড়াজাগানো বলীখেলা।
ঢাকা/রেজাউল/বকুল
%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0
Leave a Reply