রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় এক ছিন্নমূল শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আল আমিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মহাখালীর টিভি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ তালেবুর রহমান।
তিনি জানায়, গত রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত স্থানে এক ছিন্নমূল শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢামেকের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার)-এ ভর্তি করা হয়।
পুলিশ জানায়, পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ অভিযুক্ত আল আমিনকে শনাক্ত ও গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতার আল আমিন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বাস করতো এবং বাসের হেলপার হিসেবে কাজ করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95
Leave a Reply