লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা দিলো গ্লোবাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ১২:২৮, ১৩ জুলাই ২০২৫  
আপডেট: ১২:৩৭, ১৩ জুলাই ২০২৫

লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা দিলো গ্লোবাল ইসলামী ব্যাংক


পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানির গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ লোকসান থাকা সত্ত্বেও ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কৃত্রিম মুনাফা দেখিয়ে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে ছিল। তবে ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ পূর্বের ঘোষণাটি সংশোধন করে ‘নো ডিভিডেন্ড’ বা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর ব্যাখ্যা হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃতপক্ষে ব্যাংকটির লভ্যাংশ ঘোষণা করার কোন যোগ্যতাই ছিল না কৃত্রিম মুনাফা দেখিয়ে লভ্যাংশ ঘোষণা করা হয়। যার পরিপ্রেক্ষিতে লভ্যাংশের সিদ্ধান্ত পরিবর্তন এনেছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

রবিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নিয়ম অনুযায়ি, কোন বছরে লোকসান করলে এবং পুঞ্জীভূত লোকসানে থাকা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

এ বিধান সত্ত্বেও গ্লোবাল ইসলামী ব্যাংকের কৃত্রিম মুনাফা দেখিয়ে ওই বছরের ব্যবসায় ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল, যা সংশোধন করে কোম্পানির পর্ষদ ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। এছাড়া, আগামী ১৯ আগস্ট বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হবে। তবে রেকর্ড তারিখ আগেরটি (৬ জুন, ২০২৩) বহাল থাকবে।

এই ব্যাংকটির ভেতরে ফাঁকা থাকলে অতিরঞ্জিত আর্থিক হিসাব দেখিয়ে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৪২৫ কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে। গত বছরের ২৯ এপ্রিল ব্যাংকটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) উল্লেখ করা হয়েছিল ১.৩০ টাকা। এছাড়া, শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ১৩.৯৪ টাকা ও শেয়ারপ্রতি পরিচালন নিট নগদ প্রবাহ (০.১৬) টাকা উল্লেখ করা হয়েছিল।

সম্প্রতি ব্যাংকটির ২০২৩ সালের আর্থিক হিসাব সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির দেখানো ১.৩০ টাকার ইপিএস নেমে এসেছে ঋণাত্মক (২১.৭৯) টাকায়। আর ১৩.৯৪ টাকার এনএভিপিএস ঋণাত্মক (৯.১৪) টাকায় নেমে এসেছে।

ঢাকা/এনটি/ইভা


%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *