ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সামিটের সাইডলাইনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) প্রফেসর মুহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদিকে বিমসটেক নৈশভজে একই টেবিলে পাশাপাশি বসতে দেখা যায়। দুই দেশের প্রধানদের এই বৈঠক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করে বৈঠকের বিষয়ে জানাতে পারেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী।
দুই দিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন তিনি। শুক্রবার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা আলোচনায় আছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।
%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0
Leave a Reply