ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:০১, ৩ জুলাই ২০২৫

শরীফ মো. হেমায়েত উদ্দিন
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে গ্রাহকের নামে ঋণমঞ্জুর করে তা আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক কর্মকর্তা শরীফ মো. হেমায়েত উদ্দিনের (৬৩) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ মামলায় ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারকেও আসামি করা হয়েছে।
ভুক্তভোগী গ্রাহক মো. আফজাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) আদালতে এ মামলা দায়ের করেন। আদালত গোয়েন্দা সংস্থা ডিবিকে মামলা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন। বাদী আফজাল হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।
মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী গোলাম মাওলা শান্ত বলেন, ‘‘আসামি শরীফ মো. হেমায়েত উদ্দিন অগ্রণী ব্যাংকের নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন গত ২০১৫ সালের ২০ অক্টোবর ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারের সহযোগিতায় ও যোগসাজশে বাদীর স্বাক্ষর জাল করে ৩০ হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেন। পরবর্তীতে ২০২৩ সালের ৬ ডিসেম্বর ঋণ খেলাপি হিসেবে বাদীকে ব্যাংক থেকে ঋণ আদায়ের তাগাদাপত্র দেয়া হয়। এরপর আসামিদের সঙ্গে যোগাযোগ করা হলে আসামিরা নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত প্রকাশ করেন এবং উল্লেখিত ঋণের টাকা দ্রুত পরিশোধ করে দিবেন বলে বাদীকে প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আসামিরা ঋণের টাকা পরিশোধ করেননি।’’
ঢাকা/অলোক/বকুল
%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d
Leave a Reply