জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সুইডেন সরকারের সহায়তায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। ‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটি…’ শীর্ষক প্রকল্পের অনুদান চুক্তি বৃহস্পতিবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাতে তুলে দেওয়া হয়।
এই প্রকল্পে তিনটি প্রধান উপাদান রয়েছে—প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ পুনরুদ্ধার এবং ‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড’ গঠন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সোনাদিয়া দ্বীপে কচ্ছপ প্রজনন কেন্দ্র, ম্যানগ্রোভ পুনঃস্থাপন এবং ভিলেজ কনজারভেশন গ্রুপ গঠন করা হবে।
এই প্রকল্প পরিচালিত হবে ৫০ লাখ সুইডিশ ক্রোনার অনুদানে। এতে অংশ নেবেন পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ একাধিক অংশীজন।
বাংলাদেশ জার্নাল/এনএম
%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%88
Leave a Reply