চট্টগ্রামে গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবর মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৫ মে ২০২৫  
আপডেট: ১১:৫২, ২৫ মে ২০২৫

চট্টগ্রামে গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবর মারা গেছেন

আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (ফাইল ফটো)


চট্টগ্রামে প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রবিবার (২৫ মে) সকাল ৮ টার দিকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের আইসিইউতে তার মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ থেকে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় শুক্রবার রাতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে আকবরকে লক্ষ্য করে গুলি করতে থাকে। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। পরে আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ (রবিবার) সকালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় কারাগারে বন্দী শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারীরা জড়িত বলে নিহত আকবরের স্বজনদের দাবি। 

আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। আকবর সন্ত্রাসী সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত।

ঢাকা/রেজাউল/টিপু 


%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *