কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে এলো ৫০ কেজি ওজনের ইরাবতী প্রজাতির ডলফিন। সেটিকে ২ ঘণ্টা পর ফের সাগরে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে বলে জানিয়েছে বিচ কর্মী মোহাম্মদ বেলাল।
তিনি বলেন, ‘ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে ৫০ কেজি ওজনের একটি ডলফিন। প্রথমে পর্যটকরা ডলফিনটিকে নিয়ে ছবি তোলে এবং পরে টেনে বালিয়াড়িতে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের বোঝানোর পর ডলফিন উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে দেখা যায় ডলফিনটির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ডলফিনটি সাগরে ফিরে যেতে পারেনি। তারপর বন বিভাগকে খবর দেওয়া হয়।’
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, ‘ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করছি। দৈর্ঘ্য ১০ ফুট হবে। ডলফিন মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। তাই বন বিভাগের কর্মীসহ বিচ কর্মীদের সহায়তায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে সাগরের গভীর পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করা হয়েছে কিন্তু ডলফিনটি আর ফিরে আসেনি।’
%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87
Leave a Reply