প্রকাশিত: ১৭:৪৭, ২২ মে ২০২৫

বাইক অ্যাক্সেসোরিজ কিনতে এসে যদি বাইকপ্রেমীরা রেস্তোরাঁয় আড্ডা মারার মতো পরিবেশ পান, তাহলে কেমন হয় বলুন তো? বিষয়টি নিঃসন্দেহে বাইকপ্রেমীদের কেনাকাটায় বাড়তি মাত্রা যোগ করবে। বাইকারদের কেনাকাটা আনন্দময় করতে বাংলাদেশে প্রথমবারের মতো মোটরসাইকেল অ্যাক্সেসোরিজের শোরুমে ক্যাফের ধারণা নিয়ে এসেছে ডিসিএস মোটরস্পোর্টস এএলসি।
রাজধানী মোহাম্মদপুরের রিং রোডের জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে ডিসিএস মোটরস্পোর্টস ব্যতিক্রমী ধারণার এই শোরুমটি চালু করেছে।
শোরুমটির কর্ণধার মাহিদুল হক চৌধুরী বলেন, “বাইকার ও তরুণদের বাইক সরঞ্জাম কেনায় বাড়তি মাত্রা যোগ করতে আমরা বাংলাদেশে ব্যতিক্রমী এই ধারণাটি নিয়ে এসেছি। এখানে এসে ক্রেতারা মোটরসাইকেলের বিভিন্ন সরঞ্জাম যেমন: হেলমেট, প্রিমিয়াম রেইনকোট ও সিকিউরিটি লক কিনতে পারবেন। পাশাপাশি, আমাদের শোরুমের ক্যাফেতে বসে কেনাকাটার ফাঁকে বাইকপ্রেমীরা চায়ের আড্ডা জমিয়ে তুলতে পারবেন।”
ডিসিএস মোটরস্পোর্টস জানিয়েছে, তাদের মোহাম্মদপুরের শো-রুমে এমটি, ইওহি, এলএসটু সহ বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা এই শোরুম থেকে আযরাক ব্র্যান্ডের বিভিন্ন পারফিউম কিনতে পারবেন।
শোরুমের ঠিকানা: মোহাম্মদপুর রিং রোড, রোড: ১, হাউজ: ২, দোকান নম্বর: ১।
ঢাকা/শাহেদ
%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0
Leave a Reply