৪৮তম বিসিএস পরীক্ষা শুরু শুক্রবার, পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশনা

শুক্রবার ৪৮তম বিশেষ বিসিএস (এমসিকিউ) লিখিত পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ নির্দেশনা দিয়েছে পিএসসি।

বুধবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে সকল প্রস্ততি নিয়েছে পিএসসি। সকাল (১০-১২টা) পর্যন্ত চলবে এ পরীক্ষা।একই সঙ্গে পরীক্ষার আসনবিন্যাস অনলাইনে প্রকাশ করা হয়েছে।

পিএসসির তিন নির্দেশনা:

১. সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র এবং কালো কালির বলপেন নিয়ে নির্ধারিত পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে এবং এর পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে এবং হাজিরা গ্রহণ করা হবে। তাই পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই নির্ধারিত হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৩. সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বলপেন দিয়ে পূরণ করবেন। এই সময়ে পরীক্ষার্থীদের হাজিরা তালিকায় স্বাক্ষর করতে হবে। হাজিরা তালিকায় স্বাক্ষর না করলে উত্তরপত্র বিবেচনা করা হবে না।

বাংলাদেশ জার্নাল/এমবিএস


%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *