শিক্ষার কোনো বয়স নেই, জানারও শেষ নেই—এই চিরসত্য প্রমাণ করলেন কিশোরগঞ্জের সাংবাদিক দম্পতি কাইসার হামিদ ও রোকেয়া আক্তার। সংসার সামলেই ৫১ ও ৪৪ বছর বয়সে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশ হলে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে দম্পতির মাঝে বইছে আনন্দের বন্যা। খুশি হয়েছেন তারা নিজেরা, খুশি হয়েছেন তাদের পাঁচ সন্তানও।
দুজনেরই পিতা ছিলেন শিক্ষক। পরিবারের প্রায় সবাই শিক্ষিত হলেও এসএসসি পাস না করায় ছিল এক ধরনের অপূর্ণতা। এবার অদম্য ইচ্ছাশক্তি আর মানসিক দৃঢ়তায় তারা সেই অপূর্ণতা ঘুচিয়েছেন। কাইসার হামিদ ও রোকেয়া আক্তার এবার নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদরাসা থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.১১ পেয়েছেন।
তাদের এই অর্জনে শুভেচ্ছায় ভাসাচ্ছেন পরিচিতজনেরা। একসঙ্গে পরীক্ষায় বসা এবং পাস করাকে অনেকেই দেখছেন দৃষ্টান্ত হিসেবে।
কাইসার হামিদ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় এবং রোকেয়া আক্তার দৈনিক বুলেটিনে কুলিয়ারচর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। কাইসার হামিদ জানান, “সাংবাদিকতা করছি ৩০ বছরেরও বেশি সময়। সমাজ থেকে অনেক কিছু পেয়েছি। কিন্তু শিক্ষাগত যোগ্যতা না থাকায় সব সময় এক ধরনের অস্বস্তি কাজ করত। কেউ কেউ কটাক্ষও করতেন—এসএসসি পাস না করে সাংবাদিকতা করেন কীভাবে? তাই সিদ্ধান্ত নিই, যেভাবেই হোক এসএসসি পাস করব।”
রোকেয়া আক্তার বলেন, “অল্প বয়সে বিয়ে এবং সন্তান জন্মের কারণে পরীক্ষা দেওয়া হয়নি। সেই কষ্ট দীর্ঘ দুই যুগ বহন করেছি। এবার মনে সাহস এনে পরীক্ষায় বসলাম এবং সফল হলাম। এখন মনে হচ্ছে, জীবনটা সত্যিই বদলে গেল।”
দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ে নাসরিন সুলতানা স্নাতকোত্তর শেষ করেছেন। দ্বিতীয় মেয়ে জেসমিন স্নাতক শেষ বর্ষে, তৃতীয় মেয়ে মাইমুনা নার্সিংয়ে অধ্যয়নরত। দুই ছেলে আবদুল্লাহ আল মামুন ও আবদুল্লাহ ফাহিম যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণিতে পড়ে।
দ্বিতীয় কন্যা জেসমিন বলেন, “মা-বাবা এসএসসি পাস করেননি, বিষয়টি আমরা কখনো প্রকাশ করতাম না। কিন্তু এখন গর্ববোধ করছি। তাদের সাহস ও সাফল্য আমাদেরও অনুপ্রেরণা জোগাচ্ছে। সত্যিই, শিক্ষার কোনো বয়স নেই।”
বিয়ের আগে একাধিকবার পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন এই দম্পতি। তবে এবার পারিবারিক উৎসাহ, মনের জোর ও দৃঢ় পরিকল্পনায় তারা সেই স্বপ্ন সফল করলেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa
Leave a Reply