দ্বিতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশ ১৫ ওভারে ১৪৫/২
৪০ রানে আউট লিটন
হাফ সেঞ্চুরির প্রত্যাশা জাগালেও পূরণ করতে পারলেন না লিটন দাস। ১৩তম ওভারে মুহাম্মদ জাওয়াদুল্লাহর তৃতীয় বলে ডিপ মিড উইকেটে সগীর খানের সহজ ক্যাচ হলেন বাংলাদেশ অধিনায়ক। ৩২ বলে ৩ চার ও ১ ছয়ে ৪০ রানের ইনিংস খেলেন লিটন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটি ছিল ২০ বলে ৩৫ রানের। ১২৫ রানে বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারালো। শান্তর সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন তাওহীদ হৃদয়।
শান্তর ছক্কায় ৬১ বলে বাংলাদেশের একশ
পারভেজ হোসেন ইমনের জায়গায় নাজমুল হোসেন শান্ত একাদশে সুযোগ পেয়েছেন। সাবেক অধিনায়ক ১১তম ওভারের প্রথম বলে ধ্রুব পরাশরকে ছক্কা মেরে বাংলাদেশকে একশর ঘরে নেন। ৬১ বলে দলীয় স্কোরের সেঞ্চুরি হলো।
৯০ রানের জুটিতে ৫৯ রান করে থামলেন তানজীদ
অভিষেক টি-টোয়েন্টিতে সগীর খান তার দ্বিতীয় ওভারের প্রথম বলে বড় উইকেট পেলেন। আমিরাতি বোলারের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মতিউল্লাহ খানের ক্যাচ হলেন তানজীদ হাসান তামিম। ৩৩ বলে ৮ চার ও ৩ ছয়ে ৫৯ রান করেন তিনি। সগীরের প্রথম টি-টোয়েন্টি শিকার হওয়ার আগে লিটন দাসের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তানজীদ।
পাওয়ার প্লেতেই ছক্কা মেরে তানজীদের ফিফটি
আগের ম্যাচে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি তানজীদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ঝড়ো শুরু ধরে রেখে ২৫ বলে করলেন হাফ সেঞ্চুরি। হায়দার আলীর ওভারে টানা চার ও ছয় মেরে পঞ্চাশ ছোঁন বাংলাদেশি ওপেনার। সাত চার ও তিন ছয়ে চতুর্থ হাফ সেঞ্চুরি করেন তিনি। তার ব্যাটে বিনা উইকেটে পাওয়ার প্লেতে সফরকারীদের রান ৬৬।
তানজীদের ব্যাটে আক্রমণাত্মক বাংলাদেশ, জীবন পেলেন লিটন
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগ্রাসী শুরু করলেন তানজীদ হাসান তামিম। মতিউল্রাহ খানকে প্রথম ওভারের শেষ তিন বলে ছয় ও দুটি চার মেরে ১৭ রান তোলেন বাংলাদেশের ওপেনার। ওপেনিংয়ে তার সঙ্গী অধিনায়ক লিটন দাস। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩৬ রান।
তৃতীয় ওভারে ১৩ রান আসে ওপেনিং জুটিতে। ধ্রুব পরাশরের ওই ওভারে তিন বলে দুটি চার মারা লিটন শেষ বলে জাওয়াদুল্লাহর হাত ফসকে জীবন পান। তখন তার রান ছিল ১০।
নাহিদের অভিষেক
৭ টেস্ট ও ৪ ওয়ানডে খেলা নাহিদ রানার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অভিষেক হলো। বাংলাদেশের পেসার স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছেন। তার শিকার ১৪ উইকেট। বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।
গত বছরের মার্চে টেস্ট, তারপর নভেম্বরে ওয়ানডেতে অভিষেক হয় নাহিদের। এবার টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯১তম ক্রিকেটার হিসেবে নাম লিখলেন ২২ বছর বয়সী গতি তারকা।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইমনকে বাদ দিয়ে একাদশে শান্ত
শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টসে হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত তাদের ব্যাটিংযে পাঠিয়েছে। বিস্ময়করভাবে আগের ম্যাচের সেরা পারফর্মার পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া হয়েছে। দলে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত। আইপিএল খেলতে ভারতে গেছেন মোস্তাফিজুর রহমান। তার জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মতিউল্লাহ খান, সাগির খান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদ রানা।
সিরিজ নিশ্চিতের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সোমবার জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। দুই ম্যাচের সিরিজ হতে পারে তিন ম্যাচের। যদিও এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তৃতীয় ম্যাচটি হোক বা না হোক, আজ জিতে গেলে সিরিজ জয় নিয়ে আর কোন সংশয় থাকবে না। তবে আরও একটি ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে। প্রথম ম্যাচে এক পারভেজ হোসেন ইমন ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। তাই পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের ব্যাটারদের সামনে আরও একটি সুযোগ নিজেদের প্রস্তুত করার।
শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় দুই দলের ক্রিকেট লড়াই শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস
%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc
Leave a Reply