হায়দরাবাদের টানা ৪ হার

প্রকাশিত: ১৩:৩৯, ৭ এপ্রিল ২০২৫  
আপডেট: ১৩:৪৪, ৭ এপ্রিল ২০২৫

হায়দরাবাদের টানা ৪ হার


এবারের আইপিএলে সবচেয়ে শক্তিশালী দল ভাবা হচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথম ম্যাচে কুড়ি ওভারেই প্রায় তিনশ ছুঁইছুঁই ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিল কমলা শিবির। তবে এরপরই ছন্দপতন। টানা ৩ ম্যাচ হারে হায়দরাবাদ। এমন কঠিন পরিস্থিতিতে তারা রবিবার (৬ মার্চ) মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে। তবে ভাগ্য বদলায়নি। প্যাট কামিন্সের দল হেরেছে ৭ উইকেটের বিনিময়ে।

ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানের পুঁজি পায় হায়দরাবাদ। ছোট চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই, স্কোরবোর্ডে ১৫৩ রান তুলে ফেলে গুজরাট।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ রান করেন হেনরিক ক্লাসেন। ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ১৮ রান আসে অভিষেক শর্মার ব্যাট থেকে। কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রানে থেমে যেতে হয়েছে তাদের। গুজরাটের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা ও সাই কিশোর।

লক্ষ্য তাড়া করতে নেমে সাই সুদর্শন আর জস বাটলার দলীয় ১৬ রানের মধ্যে ফিরে যান। তবে সেই পর্যন্তই। এরপর স্বাগতিকদের কোন সুযোগ দিলেন না একপ্রান্ত আঁকড়ে রাখা শুভমান গিল। গুজরাট অধিনায়ক পাঁচে নামা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সহজাত ক্রিকেটই খেলতে থাকেন।

সুন্দর ভয়ংকর রূপ ধারন করে ২৯ বলে ৪৯ রান করে যান। এই বাঁহাতি ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান ৫ চার ও ২ ছক্কায়। বাকি কাজটুকু সারেন গিল আর শেরফান রাদারফোর্ড। গিল ৪৩ বলে ৯ চারে ৬১ আর রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

জয় দিয়ে আইপিএল শুরু করা হায়দরাবাদ একের পর এক ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ শেষে মাত্র ১ জয় নিয়ে টেবিলের তলানিতে কামিন্সের দল। চার ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শুভমান গিলের গুজরাট।

ঢাকা/নাভিদ


%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a7%aa-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *