সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে মার্কিন ভিসা প্রত্যাখ্যান হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, ‘এফ, এম অথবা জে’ শ্রেণির ভিসার জন্য আবেদনকারীদের বিগত পাঁচ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা যে তথ্য দেন, তা সঠিক ও সত্য বলেই তারা আবেদন জমা দেন।
পোস্টে আরও বলা হয়, “সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে আপনার আবেদন প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।”
বাংলাদেশ জার্নাল/এনএম
%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%97%e0%a7%8b
Leave a Reply