সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা, লাশে আগুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে তার লাশে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম শামীম হোসেন (২৮)। তিনি উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের পাশের এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের একটি ডোবা-জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, “শামীম মানসিকভাবে অসুস্থ ছিল। বুধবার দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শুক্রবার দুপুরে শামীমের বাবা তার মরদেহ দেখতে পান ডোবার জঙ্গলের ভেতর।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে হত্যার আলামত নষ্ট করতে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।”

এই ঘটনার পর এলাকাবাসী এসিআই ফুড কারখানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। অনেকে কারখানার কর্মীদের জড়িত বলে সন্দেহ করছেন। বিক্ষুব্ধ লোকজন কারখানায় চড়াও হয়ে দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।

এসআই রউফ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এসিআই ফুড লিমিটেডের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এনএম


%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *