প্রকাশিত: ১৮:২৯, ১০ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য এ এক হতাশার সংবাদ। ফিফার সদ্য প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় এক ধাপ পিছিয়ে পড়েছে জামাল ভূঁইয়ার দল। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হারের মাশুল দিতে হলো র্যাঙ্কিংয়েও। এক ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের, নতুন অবস্থান এখন ১৮৪।
এর আগে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের সুবাদে কিছুটা আশার আলো দেখিয়েছিল লাল-সবুজ বাহিনী। সেই ড্রয়ের পয়েন্ট কাজে লাগিয়ে মার্চে এক ধাপ এগিয়ে উঠেছিল ১৮৩ নম্বরে। কিন্তু জুনের হারে ৫.১৫ রেটিং পয়েন্ট হারিয়ে আবারও নামতে হলো নিচের দিকে।
বর্তমানে বাংলাদেশের মোট পয়েন্ট ৮৯৯.০১। মাত্র এক ধাপ ওপরে রয়েছে ব্রুনাই (৯০০.৬২)। আর বাংলাদেশকে হারিয়ে র্যাঙ্কিংয়ে ১৫৯ নম্বরে উঠে এসেছে সিঙ্গাপুর, দুই ধাপ উন্নতি করে।
একসময় এশিয়ার সম্ভাবনাময় দল হিসেবে আলোচনায় ছিল বাংলাদেশ। ১৯৯৬ সালে ফিফা র্যাঙ্কিংয়ে ১১০তম অবস্থানে পৌঁছেছিল জাতীয় দল। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গৌরব হারিয়ে গেছে। ২০১৮ সালে র্যাঙ্কিংয়ে নেমে যায় ১৯৭তম স্থানে, যা দেশের ফুটবলের ইতিহাসে এক বিবর্ণ অধ্যায়।
র্যাঙ্কিংয়ের শীর্ষে তেমন কোনো চমক নেই। আগের মতোই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে প্রথম স্থানে। সাম্প্রতিক বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার সঙ্গে ড্র করায় কিছুটা পয়েন্ট হারিয়েছে তারা। বর্তমান পয়েন্ট ১৮৮৫.৩৬।
দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে অবস্থান করছে যথাক্রমে: ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল এবং স্পেন।
তবে ইউরোপিয়ান ফুটবলে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগ জয়ের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রোনালদোর দলের।
ঢাকা/আমিনুল
%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf
Leave a Reply