গ্লোবাল সুপার লিগে টানা তৃতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটি বুধবার গায়ানায় হারিয়েছে দুবাই ক্যাপিটালসকে।
যে দলে খেলেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। সাকিব বোলিংয়ে ১ উইকেট পেলেও ব্যাটিংয়ে ছিলেন নিষ্প্রভ। ৭ বলে ৩ রানের বেশি করতে পারেননি।
আগে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স ৫ উইকেটে ১৫৮ রান করে। জবাব দিতে নেমে দুবাই ক্যাপিটালস ১৫০ রানে থেমে যায়। ৮ রানের সহজ জয়ে টুর্নামেন্টের বর্তমান শিরোপাধারীরা চলে গেল ফাইনালের লড়াইয়ে। এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে গেল কাজী নুরুল হাসান সোহানের দল।
রংপুরের এই ম্যাচের জয়ের নায়ক স্পিন অলরাউন্ডার ইফতেখার আহমেদ। ৩২ বলে ৪১ রানের পর বল হাতে ২৩ রানে ১ উইকেট নেন ইফতেখার। তবে রংপুরের স্কোর বড় হওয়ার পেছনে বড় কারণ সোহানের শেষের ঝড়। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় সোহান ৩৪ রান করেন। তাতে রংপুরের রান দেড়শ ছাড়িয়ে যায়।
এর আগে ইনিংসের শুরুতে ২৮ বলে ৩৬ রান করেন সৌম্য সরকার। কোনো চার না মারলে ৪টি ছক্কা আসে সৌম্যর ব্যাটে। যার একটি ছিল সাকিবের বোলিংয়ে। ছক্কা হজমের পর সাকিব প্রতিশোধও নেন। সৌম্যকে মিড অনে তালুবন্দি করান।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দু্বাই ক্যাপিটালস। শুরুতে সাইফের ঘূর্ণিতে পরাস্ত হয় তারা। একে একে তুলে নেন নিরোশান ডিকাভেলা, সাকিব আল হাসান ও সেদিকুল্লাহ অতলের উইকেট। অফস্পিনারের বলে ইনসাইড আউট শট খেলতে গিয়ে স্ট্যাম্পড হন সাকিব।
দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অতল। এছাড়া সঞ্জয় কৃষ্ঞামূর্তি ২৭, ডোমিনিট ড্রেকস ২২ এবং কাইস আহমেদ ১৮ রান করেন। শেষ দিকে কাইস ৮ বলে ২ ছক্কা ও ১ চারে রংপুরকে ভয় পাইয়ে দিয়েছিলেন। কিন্তু উমারজাই তাকে ফেরালে রংপুরের পথের কাঁটা সরে যায়।
সাইফ ছিলেন দলের বোলিংয়ে সেরা। ২০ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।
৩ ম্যাচে রংপুরের পয়েন্ট ৬। দুবাইয়ের ৪ ম্যাচে পয়েন্ট কেবল ২।
ব্যর্থতায় শেষ হলো সাকিবের গ্লোবাল সুপার লিগের মিশন। প্রথম ম্যাচে অপরাজিত ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে নিজের ফেরা দারুণভাবে রাঙিয়েছিলেন সাকিব। কিন্তু পরের তিন ম্যাচে ব্যাটিংয়ে ডাবল ডিজিট ছুঁতে পারেননি। রান করেছেন যথাক্রমে ৭, ৪ ও ৩। উইকেট পেয়েছেন কেবল ১টি।
%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8
Leave a Reply