তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগের দিন তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।
এই বছর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ছয় টি-টোয়েন্টির মধ্যে মাত্র এক ম্যাচ খেলেছেন শান্ত। গত বছর বাজে ফর্মে ছিলেন তিনি। এই বছর জানুয়ারিতে ২০ ওভারের ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন। এবার বাদ পড়ে গেলেন দল থেকে।
এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন সাইফউদ্দিন। শেষবার তিনি এই ফরম্যাটে খেলেছেন গত বছর মে মাসে জিম্বাবুয়ে সিরিজে। ওই সিরিজে ভালো করতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত হন।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। তিন দিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি কলম্বোতে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87
Leave a Reply