শ্যামলীতে ছিনতাই: মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

রাজধানীর শ্যামলীতে দেশীয় অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের জামা-জুতাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) ভোররাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ কবির (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরে বাংলা নগর থানা পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতার কবির উদ্ধার মোটরসাইকেলটির মালিক। তিনি ছিনতাইয়ের জন্য মোটরসাইকেল ভাড়া দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত শুক্রবার শ্যামলীতে এক যুবকের দেহে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় মোটরসাইকেলসহ কবির নামে একজন গ্রেফতার করা হয়েছে। তার নামে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তিনি ছিনতাইয়ের কাজে মোটরসাইকেল ভাড়া দেন। তবে গ্রেফতার কবির এ ছিনতাইয়ে জড়িত কিনা, সেটা নিয়ে তদন্ত চলছে।

ছিনতাইয়ে ব্যবহার করা মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ওসি আরও বলেন, গ্রেফতার কবিরকে আজ আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে ছড়িত ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এরআগে গত শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে ঠেক দেয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার শরীরের জামা ও জুতা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনার একটি সিসিটিভি ক্যামেরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই নানা ধরনের প্রতিক্রিয়া জানান। সিসিটিভির ফুটেজে দেখা যায়, ছাতা হাতে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। দুই জন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্য একজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।

তাদের মধ্যে দুই জনের মাথায় হেলমেট ছিল, আর একজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলিয়ে নেয়। ছিনতাই শেষে তিন জন আবার মোটরসাইকেলে ওঠে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, খুলে নিয়ে গেলো জামা-জুতাও


%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *