ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:১৫, ৫ জুলাই ২০২৫

সিআরসি স্কুলের শিশুদের নিয়ে ফল উৎসব
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) পরিচালিত সিআরসি স্কুল।
এছাড়া স্কুল শিক্ষার্থীদের ষান্মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরষ্কার বিতরণ ও বর্তমান সক্রিয় শিক্ষকদের আইডি কার্ড প্রদান করা হয়।
শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় বটতলায় এ ফল উৎসবের আয়োজন করে সংগঠনটি। এ সময় অনুষ্ঠানে সিআরসি স্কুলের শিশুদের নিয়ে নানা ধরনের ফলভিত্তিক খেলাধুলা, আনন্দ আয়োজন ও সুস্বাদু ফল ভোজনের ব্যবস্থা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) দীর্ঘদিন ধরে ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সমাজের প্রতিনিধি ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারা বছরই এদের নিয়ে সমাজ ভাবুক।
সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, “দিনব্যাপী এই আয়োজনে শিশুরা ফল চেনে-জানে, খেলাধুলায় অংশ নেয় এবং সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। তারা যেন নিজেদের পরিবারবিহীন না ভাবে, সে লক্ষ্যেই এমন মানবিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটু হাসি ফুটুক। পরীক্ষার ফলাফলের প্রদানের দিনে এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক, সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং সিআরসি স্কুলের সকল শিক্ষক।
ঢাকা/তানিম/মেহেদী
%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf
Leave a Reply