শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগ অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে।

বুধবার (০২ এপ্রিল) বিমানবন্দরের বোর্ডিং ব্রীজ এলাকায় স্থানীয় সময় দুপুর ১২ টা ৫০ মিনিটে একজন যাত্রীর ব্যাগে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব টের পান কর্তব্যরত কর্মকর্তারা। ঢাকা থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীদের প্রি বোর্ডিং তল্লাশি চলাকালীন বিষয়টি বুঝতে পারেন।

এ সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মী নুরুন নাহার এবং আমজাদ হোসেন ওই ব্যক্তির ব্যাগ থেকে এনডোর্সবিহীন ১২ হাজার অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করেন। এ ঘটনায় উল্লেখিত যাত্রীকে উদ্ধারকৃত মুদ্রাসহ পরবর্তী কার্যক্রমের জন্য বিমানবন্দরের কাস্টমস বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোঃ কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগের নিরাপত্তা কর্মীবৃন্দ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার এনএক্স-১৭ অনুযায়ী, সার্টিফাইড স্ক্রিনার এবং এভিয়েশন নিরাপত্তা প্রদানে দক্ষ মানবসম্পদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এভিয়েশন সিকিউরিটিসহ  প্রতিটি সংস্থা নিরলস পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সকল  সম্মানিত যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দময় ভ্রমণ নিশ্চিত করছে।’


%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *