র‍্যাবকে ‘অতীত ভুলে’ নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

র‌্যাব সদস্যদের ‘অতীত ভুলে’ নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পাশাপাশি রাজনৈতিক স্বার্থে র‍্যাবকে ব্যবহার করা ভুলে যেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সেক্ষেত্রে দায়িত্ব পালনে আইন মানার বিষয়ে এবং মানবাধিকার সমুন্নত রাখারও তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় হেডকোয়ার্টারে র‌্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “র‌্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।“

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। তিনি আশা করছেন জনগণ শিগগিরই এ কাজের ফল পাবেন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “র‍্যাবকে যখন থেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।

“যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র‍্যাবকে অতীত ভুলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।”

র‍্যাব দেশের আইন-শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আইজিপি বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

সেখানে র‌্যাবের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্যরা কেক কাটেন।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a4%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *