জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক রোববার (৪ মে) দিনটি আপনার কেমন যাবে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক/জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। সকল বাধা-বিপত্তি পেড়িয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সমর্থ হবেন।
বৃষ: (২১ এপ্রিল-২০ মে) রোমান্টিক যোগাযোগ শুভ। ধৈর্যশীল ও পরিশ্রমী মানসিকতার জন্য পেশাগত সুনাম বাড়বে। ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে আলোচনা থেকে বিরত থাকুন। উচ্চশিক্ষায় অগ্রগতি হবে।
মিথুন: (২১ মে-২০ জুন) সব দিক থেকে নিজেকে উপভোগ করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। বিনিয়োগ ও বাণিজ্যিক সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ শুভ। তবে আপনার ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে। আপনার পরিকল্পনা অন্যের সঙ্গে শেয়ার করবেন না।
কর্কট: (২১ জুন-২০ জুলাই) আর্থিক প্রতিষ্ঠানে যুক্তদের জন্য কোনো সুসংবাদ মানসিক পরিতৃপ্তি দেবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বৈদেশিক সংক্রান্ত যোগাযোগ শুভ। প্রতিপক্ষ সম্পর্কে সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকবেন।
সিংহ: (২১ জুলাই-২০ আগস্ট) বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। রোমান্টিক যোগাযোগ শুভ। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করুন। সব ধরনের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে।
কন্যা: (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) বিনিয়োগ ও আর্থিক বিষয়ে সফলতা আসবে। পারিবারিক জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সচেষ্ট হোন। কর্মপ্রত্যাশীদের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন।
তুলা: (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। সব ধরনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে পজিটিভ থাকুন। আর্থিক সফলতা পাবেন।
বৃশ্চিক: (২৩ অক্টোবর-২১ নভেম্বর) রোমান্টিক যোগাযোগ শুভ। বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ শুভ। নেতিবাচক চিন্তাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন। আর্থিক যোগাযোগ শুভ। পেশাগত কাজে সহকর্মীর সঙ্গে সমঝোতা প্রয়োজন। প্রেম ও রোমান্স শুভ।
ধনু: (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত কাজে ভ্রমণ হতে পারে। যানবাহন চলাচলে সতর্ক হোন। শারীরিক বিষয়ে সতর্ক থাকবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। রোমান্টিক যোগাযোগ শুভ। পরিবারে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন।
মকর: (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) আর্থিক যোগাযোগ শুভ। পারিবারিক ও দাম্পত্য জীবনে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। পারিবারিক প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। কারও কারও ক্ষেত্রে দূরবর্তী ও বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ: (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন, মনে রাখবেন সময় অমূল্য সম্পদ। প্রতিটি কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। ভ্রমণের যোগাযোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি করুন। ব্যাবসায়িক যোগাযোগ শুভ। পেশাগতভাবে বেশ ভালো থাকবেন। বন্ধুমহলে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। সব ধরনের অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। অহেতুক উদ্বেগ পরিহার করুন।
বাংলাদেশ জার্নাল/এমবিএস
%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86
Leave a Reply